প্রথমা
----
প্রথমার সাথে প্রথম কথা হয়েছিলো
যখন চাঁদটা নেমে এসেছিলো
আমার বাগানে,
কথা ছিলো, হাসি ছিলো ফুলেদের সাথে চাঁদের,
আর আমার সাথে প্রথমার
ঘুমন্ত নগরীতে জেগেছিলো অজস্র মুখরতা
আর একটি গোলাপ নির্ঘুম সেই বিভাবরীতে।
শান্ত জীর্ণ তটিনী হঠাৎ জোয়ারে জল কলকল
বয়ে চলে আবার বিস্মৃত ধারায়,
ভাসিয়ে দেয় দুই কূল তার
জেগে উঠেছিলো যেখানে যা কিছু ছিলো সুপ্ত,লুপ্ত
আর একটি মৃত গাছ ছেয়ে গেলো সবুজ পত্রাদিতে
প্রথমাই প্রথম এনেছিলো ঝড়,
প্রথমাই প্রথম দিয়েছিলো প্রশান্তি তার মৃদু হাসি
আর কাকলীতে,
প্রথমাই প্রথম দূর করেছিলো আমার অন্তর্গত সব দুঃখ বেদনা।
অতঃপর নিশি অবসানে প্রথমার হয় তিরোধান,
প্রথমা বিলুপ্ত হয় অশেষ অসীমে
প্রথমার আগমনে উজ্জ্বল প্রদীপ্ত প্রদীপ নিভে যায়
আর গাঢ় কুয়াশায় ছেয়ে যায় সমস্ত প্রকৃতি
নিঃশব্দে নেমে আসে নীরবতা,
নিঃশব্দে গ্রাস করে নীরবতা।
প্রথমা চলে যায়,আর আসে না,
অমাবস্যা শেষে পূর্ণিমা আসে
ভাটার শেষে জোয়ার আসে
রাত শেষে ভোর আসে
প্রথমা চলে যায় আর আসে না ফিরে
জীবন এমনই হয়,যে চলে যায় সে আর ফিরে আসে না,
ভুলে গেলে ভুলে যেতে হয়,
যদি মনে জেগে থাকে,রেখে দিতে হয়
অপেক্ষায় প্রহর পোহাতে হয় না।
প্রথমারা এমনই হয়,সময়ের মতো
যে শুধু স্বাক্ষীর স্বাক্ষর রেখে যায় সময়ের খাতায়,
যে খাতার একটিই নাম,সে হলো অতীত
অতএব চলো বর্তমানে,
প্রথমার স্মৃতি পড়ে থাক অন্তপুরে
আমরা ভেসে চলি বর্তমানে
কালের অমোঘ বিধানে
আমরা ভুলে থাকি প্রথমাকে,
আর সাথে নিয়ে চলি চলমান সময়কে;
যে যেখানে যতটুকু পাই সময়
যতটুকু সময় বরাদ্দ আছে ব্যক্তিগত ললাটে সবার,
আমরা ভেসে যাই আমাদের বর্তমান সময়ের স্রোতে।
১৮/১/১৯