প্রতাপ
--
কতজন এলো গেল
কত বীর দোর্দন্ড প্রতাপে
মাটি কাঁপিয়ে,
ভয় তরাসে কাঁপা যেন সব-
ওই বজ্রমুষ্ঠিতে কত না শক্তি,
চোখের তেজে জ্বলে পুড়ে ছাই
আশপাশ, চেনা জনপদ,
দূরবর্তী যারা অজানা আতঙ্কে।
পথের চিহ্ন পথ মনে রাখে,
পথেই পড়ে থাকে সাক্ষী যত,
দিনশেষে পুড়ে যাওয়া কাঠকয়লার মত
অবয়বটুকু থাকে, জীর্ণ নিঃস্ব
মুষ্ঠিতে থাকে না চিরকাল ধরা
কখন হাতছাড়া হয়,
কখন পালিয়ে যায় শূন্য করে।
শূন্য হাতে আসা, শূন্য হাতে যাওয়া
মাঝখানে চমকায় বৈভব,
ক্ষণিকের ঝলসানো তাপে
কত হৃদয় হয় ক্ষতবিক্ষত
সময় ক্ষমা করে না,
কেবল অপেক্ষায় থাকে
কখন আসবে সেই সময়,
ক্ষমাহীন সময় খর্ব করে ক্ষমতা
ছুঁড়ে দেয় আস্তাকুঁড়ে।
১৬/০১/২২