প্রস্থান
----
দূরে গেছে, সরে গেছে
চাঁদটা কি থেমে গেছে?
চাঁদটা তো থামে নাই,
কোন বাধা মানে নাই,
ঘুরছে সে ঘুরছে,
নভে সুর তুলছে।

প্রজাপতি নেচে যায়,
ফুলে ফুলে গান গায়।
যদি হাওয়া থেমে যায়,
ফুল কি গো ঝরে যায়?
ঘুরে ফিরে আসে ফের,
ফুল কলি হাসে ঢের।

যদি বাঁশি থেমে যায়,
বেণুবনে দোল খায়,
সুর তবু বেজে চলে,
প্রকৃতিতে খেলা ছলে।
তুমিও তো থামো নাই,
পিছু ফিরে দেখো নাই।

চলে গেছো দূর দিশে
অজানায় গেছো মিশে।
আমিও তো থেমে নেই,
যদিও হারিয়েছি খেই।
তবু পথ চলছি তো,
মনে খুব জ্বলছি তো।

কালো মেঘে ছেয়ে যায়,
চেনা সুর থেমে যায়।
ঝড় খুব ধেয়ে আসে,
থাকে না তো কেউ পাশে।
একা একা বসে থাকি,
প্রাণটাকে ধরে রাখি।

কবে আসি যমদূত
কেড়ে নেবে প্রাণ সূত।
চলে যাবো অজানাতে,
জল রবে আঁখি পাতে।
সব জমা রেখে যাবো,
যতটুকু নিজে পাবো।

সব থাক, পড়ে থাক
আমি যাই, ওই বাঁক।
---১৯/১০/২০১৮