প্রলয়
---
আজ যে হবে মহাপ্রলয়-
দিব্যচোখে দেখছিতো,
আশ্বিনের এক প্রচণ্ড ঝড়
আসছে যে তেড়ে।
চাঁদ তুমি যাও লুকিয়ে,
কালো মেঘের হোক না
আজ তীব্র কষাঘাত!
একটি শকুন বসে আছে
ওই জারুলের ডালে,
খুব একাকী বিষন্ন সে।
বিপ্রতীপ স্রোতস্বিনী
উন্মাতালে নাচে,
বজ্রনিনাদ থমকে দেয়
কোন পথিকের চরণ?
বিষাদ নেশায় ক্ষান্ত কবি
আনমনে যায় থেমে
সব অবশেষ ফুরাতে চায়
অসীম প্লাবণ ঘোরে।
এই পৃথিবী বড়ই নিঠুর
যাই ভেসে যাই প্রলয়স্রোতে,
হৃদয় শান্তি বিনাশ হয়
তীব্র বিবাদ ভেদাভেদে।
কখন আসে কোন জীবনে
গহন অমানিশা,
হিংস্র ছোবল
নিরুত্তাপে ছড়ায় ক্রোধ,
আসে প্রলয় আসে ভাঙন
তীব্রতারই দহন শুরু
একটি হৃদয় মাঝে।
হঠাৎ প্রলয় আসে ধেয়ে
সমনজারী হয় অগোচরে,
প্রতিধ্বনি প্রতি বাঁকে
জীবন নদী সত্য আজ
শংকা ভরা ত্রাসে।
আজযে প্রলয় আসছে গো
আসছে মহাবেগে।
ভেঙে দিতে সকল কারা,
অপঘাতের মর্মমূলে
হানতে এবার কঠিন আঘাত,
আসছে এবার ঠিক প্রলয়।
----২৬/৮/২০১৮