প্রজাপতি ডেকে যায়
---
প্রজাপতি বলে কারে, চল উড়ে যাই
লাল পলাশের কিছু রেণু সাথে,
উড়ে চলি চল আপন ধ্যানে
আপন খেয়ালে।

খড়কুটোর বাসা বড় টলমলে
একটু ঝড়ে নড়বড়ে, বুঝি বা
এখনই পড়বে ধ্বসে,
বিশ্বাসে নেই স্থির।

কে থাকে বন্দী কোন এক ঘরে!
রূদ্ধ জানালার পরে হুহু কেঁদে যায় বাতাস
দরজায় দিনমান খিল
ওখানেই ঘরসংসার আর যাবতীয় পৃথিবী।

মায়ায় বন্দী ছলনার সোনার সংসার,
কিছুটা সহজ কিছুটা কপট
নিপাট অভিনয়ে ঋদ্ধ মুগ্ধ পান্থশালা।
যখন ডেকে যায় প্রজাপতি
ডাগর কাজল চোখে কাঁপন তুলে
বিচিত্র বর্ণে জাগে সোনালী ডানা,
মনে মনে উড়ে চলে মেকী নাট্যশালা ছেড়ে।
০৩/১০/২১