প্রচ্ছন্ন দীর্ঘশ্বাস
--
জানালার পাশে এসে থামে কিছু রোদ্দুর,
থমকে থাকে কিছুটা সময়
যেন কার ডাকে,
আবির রাগে রাঙা হয় সমস্ত চরাচর,
পৃথিবীর শেষ প্রান্তে হারায়
পদধ্বনি কোন বাঁকে!
তুমি একটু থেমে যাও দখিন হাওয়া,
শুনে যাও কথাটি আমার-
না বলা কথাটি,
তুমি বয়ে নিয়ে যাও যেখানেই যাও
ছড়িয়ে দিও তুমি তারে
কথার গোপন লতাটি।
ওপারে থাকে স্বর্গ অনাবিল,এপারে দীর্ঘশ্বাস
অস্ফুট কলঙ্ক শ্বেত পুষ্পে
আরোপিত বেদনার ভার,
মলিন অবয়বে থাকে কষ্টিত হাসির কষ্ট,
ছাইচাপা অাগুনে দগ্ধ হৃদয়
মিছে সান্ত্বনা তার।
যে থাকে দূরে অথচ অনুক্ষণ কাছে,
আড়ালে তবু দৃষ্টির গোচরে
তারে দিও বলে,
পাথরেরও ক্ষয় আছে, আছে শেষ জোয়ারের
তীরেতে ফেলে মাঝি নোঙ্গর
কাঁদে পলে পলে।
কি হারায় কে কোথায়! থাকে অজানা
হারায়ে খুঁজে, চিরদিন বুঝি
এমনি লেখা ভালে,
রোদ্দুর লুকায় মেঘের দেশে হারিয়ে ঠিকানা,
পাতার আড়ালে যত ফুল
লুকায় অশ্রু কালে।
১৯/৮/১৯