প্রবোধ
-----
তুমি মন খারাপ করবে না,
একেবারেই না
পাখি শুধু ডানা থাকলেই
আকাশে উড়ে?
ওখানে অনেক শর্ত থাকে
পাখিটাকে মুক্ত থাকতে হয়,
তার ডানা দুটিও শক্ত হতে হয়,
আর একটি পরিচ্ছন্ন নিরাপদ আকাশও
চাই তার।
ঝড়ে কখনও পাখি উড়ে কি?
তুমি ভেবে নিও না শুধু মেঘেই বিজলী খেলে;
কখনও কোন মানুষের চোখেও বিজলী চমকায়,
চমকায় অনেক মুহূর্ত,চমকে গিয়ে থমকে যায়
প্রবাহিত বাতাস,প্রজাপতি,ঢেউ আরও কত কি!
সময়ও কখনও কেবল থাকে না কারও নিজস্ব দখলে,
মানুষ পাল্টে যায় কেবল?
সময়ও তো বদলে যায়!
যখন যা কিছু হৃষ্ট চিত্তে মেনে নিতে হয়,
নয়তো তুমি স্রোতের প্রতিকূলে
পারো কি সাঁতার?
কি করে পাড়ি দিতে হয় শ্বাপদ- সংকুল
বিভৎস সমর প্রাঙ্গন?
তার চেয়ে ঢের ভালো যদি তুমি
সূর্যাস্তের আবছায়া দিগন্তে রাখো চোখ,
প্রতীক্ষা তোমার শুভক্ষণের,
প্রতিটি পরিমাপ অতি সূক্ষ্ম,কোথাও গরমিল নেই
তারপর তুমি দাও হাত বাড়িয়ে
অসীম প্রার্থনায়,
কখনও একটি ঘাসফুল তোমায় ভাসাবে
অজস্র প্রাপ্তির জোয়ারে।
যা কিছু দেখো,যা কিছু নয়নে নেশার মত্ততা আনে
সবকিছু তার হয়তো বা নয় খাঁটি
একটি মাটির প্রদীপও জ্বালাতে পারে আলো,
একটি তৃপ্ত হাসি মুখ তোমায় দেবে
জীবনের সুমিষ্ঠ ঘ্রাণ
ভেবো না তুমি,দামী সম্ভারে পরিপূর্ণ তরী
ডুবে যেতে পারে ঝড়ে,
এখনও রাত অনেক বাকি,চলো আছে যতটুকু সময়
পাশে গিয়ে হাত ধরে রাখি,
প্রার্থনায় কাটাই, এভাবেই কেটে যাক
একটি মানব জীবন।
২৭/১/১৯