প্রেমের মরা জলে ডুবে না
---
রাতশেষে চাঁদ ডুবে,
সূর্য ডুবে গোধুলিতে,
আর আমি তোমাতেই ডুবে যাই।
যখন তখন বেলা অবেলায়
মগ্ন হই গভীর প্রেমে,
তোমাতে ডুবে যেতে থাকে না দিনক্ষণ।
লোকে বলে ঘোর কলিকাল
ভরাডুবি হতে ঢের দেরী নেই,
তারচেয়ে ডুবে মর জলে।
পুরনো প্রাচীন পৃথিবীর যত ছিল গৌরব
সব গেছে ডুবে সময়ের ফেরে,
আমি কোন ছার!
প্রেম যেন কোন এক নদী
থাকে তাতে অথই জল,
ঠাঁই নাই, ডুবে যাওয়া যেন চিরতরে।
ডুব দিয়ে খুঁজে ফিরি
তোমাকে, যেন মনি-মুক্তা তুমি,
গড়িয়ে গড়ে নিব কণ্ঠহার।
থই নাই, খাবি খেয়ে ডুবে যাই,
যদি মরি জলে ডুবে তবুও অমর
প্রেমের মরা না ডুবে জলে।
ডুব মেরে হয়ে যায় আড়াল চোখের,
প্রেম সেতো চিরভাস্বর, জ্বলজ্বল করে,
যে মরে প্রেমে সেতো প্রেমেই মরে
যেন অতল সমুদ্রজল,
কী করে আড়াল করে!
তাই তো সে মরা জলে ডুবে না।
১৯/০৩/২১