প্রেমা
----
হে বধু সুন্দরী
কেয়ুরে বেঁধেছ করযুগল,
আয়ত লোচনে আলতো কাজল,
ঘন কেশদাম বাতাসে লুটায়
অঙ্গ রেঙেছে গাঢ় রক্তিম রঙে,
গোধুলীর শেষ রঙ অনুরাগ ছড়ায়,
পায়ের পায়েল বাজে রুমঝুম
কি জানি কেন বিবশ তনু মন।
আমি যে রেঙেছি তার রঙ মেখে,
পায়ে চলা পথ তার জানে সবটুকু,
তার বসন্ত ছোঁয়াতে আমি
গোধুলীর লাল রঙ সাজাই মনে
কাটানো আমার সকল দিবস
কাটানো আমার সকল যামিনী,
মধুগন্ধ ছড়ায়, আমায় বেঁধে রাখে
নির্ভরতা আর বিশ্বাসের আলিঙ্গনে।
নয় প্রেম,নয় কোন গোপন বাসনা,
আমি পাই দিন যাপনের স্পষ্ট নিশানা
সবকিছু ঘিরে কিছু অনুরাগ,কিছু অনুযোগ
ঝরে ঝরে পড়ে যেমন কুঞ্জে মুকুল
সুরভিত প্রতিজ্ঞা তোমার
মুগ্ধ থাকি অনিঃশেষ অবিরাম
আমার যাবতীয় হোলিখেলা তোমাকে ঘিরে
আমার যাবতীয় বিচিত্র সাজ তোমাকে ঘিরে।
মায়াবী আভা হবে বিলীন চিরতরে
অন্তর্ধানে হঠাৎ তোমার,
আমি হব রিক্ত রঙ ধূসর বক
বিচিত্র রঙ প্রজাপতি সাজে সাজব আমি
বিচিত্র রঙ ময়ূুর সাজে সাজব প্রতিদিন
কথা দাও আজ, হবেনা উধাও
আমার সব রঙ কেড়ে নিয়ে
বর্ণহীন করনা আমায়,এ মিনতি রাখ।
পৃথিবীতে যত রঙ সব জড়ো করে
আমায় সাজিও তুমি,
তারপর ভাসিয়ে দিও অজানা সমুদ্র জলে
শুধু মনে রেখ,মনে রেখ আমায়,স্থান দিও
তোমার বক্ষপিঞ্জরে,
তোমার আগে যেতে চাই আমি,
তোমার আবিরে রাঙা এই অবয়ব
হারিয়ে যাবে দৃষ্টির অজানা সীমানা পেরিয়ে।
--- ৯/৮/২০১৮