প্রাপ্তি
****
দিলে তুমি হাত বাড়িয়ে,
শিশির ভেজা ঘাস মাড়িয়ে
যখন পাশে এলাম,
চাঁদটি মুঠোয় পেলাম।
বৃত্ত বন্দী নিশিত কন্যা
উঠল হেসে সিত বন্যা,
চরণ মৃদু ছন্দে
মুগ্ধ নয়ন কন্দে।
আধখানা চাঁদ দূর আকাশে
সুবাস ভেসে যায় বাতাসে,
বেলী ফুলের গন্ধ
জাগায় মনে ছন্দ।
নিশি রাতে পথিক খোঁজে
নীরব অক্ষি এমনি বোজে,
পায়না দিশা পথের
কইযে নিশান রথের
এমন ক্ষণে নামল ধরায়
দৃষ্টি নেশা পাগল করায়,
ভুবন মাঝে শশী
হৃদয় ক্রোড়ে পশি।
আসলো হাসি বাজলো গীত
হৃদয় কেঁড়ে নিল জিত
তাইতো এত কান্না
তুমিযে সবুজ পান্না।
--- ২৭/৮/২০১৮