প্রান্তবিন্দু
-----
বিরহের বাতাস যখন
চুপটি করে চাঁদের গায়ে
চাঁদ লুকিয়ে কান্না লুকায়
তিমির গগনতলে,
যখন ঢেউ জলে মাতাল
পায়ে তার নিপুণ নুপুর
কলকল ঘুঙ্গুর বাজে গো
অপরূপ পদ্মদলে।
যখনই সুরের মাতন
গোধুলীর রঙিন মায়ায়
অভিমান ভুলে সবে চাঁদ
জোনাকীর ডাকাডাকি,
গ্রহণের ক্লান্তিকালে কালো
আভাস ছাপিয়ে উঁকি দেয়
মিতালীর বরণডালা হাতে
মধুপের মাখামাখি।
--২৪/০৮/২০১৫