প্রাণপাখী
---

প্রাণের ভেতর প্রাণ থাকে,
আধার-আধেয় সম্মিলনে হয়
প্র-এর সূচনা।
প্রাণের ভেতরে প্রাণ বেড়ে ওঠে
জগতে প্রাণ হয়
প্রাণের চেয়ে প্রিয়, প্রাণপ্রিয় সে।
মনে থাকে সুপ্ত বাসনা,
কল্পনায় আঁকে কত স্বপ্ন,
প্রাণপ্রিয় দিনে দিনে
দেহে প্রাণে বাড়ে।
আবার হয় নতুন সম্মিলন,
প্রাণ খুঁজে প্রাণ,
প্রাণে প্রাণে মিলে
বেজে ওঠে বাঁশরী।
নতুন প্রাণের উদয় হয়ে
মাটির পৃথিবীতে নামে যেন স্বর্গ।
অবশেষে বেলাশেষে
প্রাণ পাখি উড়ে যায়,
কোথায় খুঁজে পায়!
প্রাণ ধরে রাখা দায়।
যে হয় আপন রক্ত,
কিংবা বিনি সুতোয় গাঁথা মালা,
খসে খসে পড়ে
আকাশের তারার মত।
প্রাণে প্রাণে মিলে যে
কোলাহল, থেমে যায় শেষে,
বিদায়ের ঘন্টা শোনে
নিষ্প্রাণ নিথর সময়ে।
০২/০৭/২০