পথের ঠিকানা
---
আলো আর আধারীতে ছেয়ে যাওয়া পথ,
পথের হঠাৎ  বদলে যাওয়া
জানে কেবল পথ তার উত্তর,
পথই জানে পথের ঠিকানা।

আমরা হারাই পথে,
আমরা কুড়াই পথে,
আমরা খুঁজি পথে,
আমরা চলি পথে,
পথেই রাখি পরিচয় যত,
পথেই থাকে সকলের ঠিকানা।

কোনো কোনো পথ থাকে সরল,
কোনো কোনো পথে থাকে গরল,
কোনো কোনো পথে থাকে ফুল,
কোনো কোনো পথে কাঁটা,
পথই জানে পথের নিশানা।

পথের পথিক একলা চলে,
দলবেঁধে চলে,
কোলাহলে চলে,
নীরবে চলে,
পথের ব্যথা থাকে কি জানা?

জীবন একটি পথের মতন,
পুরো পথ হেঁটে ক্লান্ত যখন
পথই এসে সামনে দাঁড়ায়,
প্রতিটি পদক্ষেপ হয় ভেঙ্গচি কাটে,
নয়ত মনে দেয় শান্তনা,
দেয় শান্তিময় কোমল শান্তির ঠিকানা।

পথের বদলে যাওয়াই জীবন,
পথ থেকে পথে পথিক চলে যায়,
শুরু থেকে শেষে
অজানার সন্ধানে যে যাত্রা শুরু,
সেই পথ সকলের অজানা।
১৬/১১/২০