পথের রেখায়
--
তোমার পদচিহ্ন মিলিয়ে গিয়েছে যেখানে
মিশে গেছে অজানা অসীমে,
রক্তজবা হল ম্লাণ অসঙ্কোচে
যে আভা ছড়িয়ে গেল, অতুল্য সে পরিমাণ;
সীমান্তে ছিল না প্রহরা
অকস্মাৎ ঝরে পড়ে তাই,
শূন্যে মিলায় ভোরের পাখি, ফিরে না কুলায়।

নিষ্প্রাণ সুরে নিরাসক্ত উদাসী
খুঁজে ফেরে মরুতে বারিবিন্দু,
তপ্ত মেঘ একাকী ভাসে, কবে জুড়াবে প্রাণ?
হয়তো জমাট বরফ ললাটে
নয়তো তপ্ত ক্রুদ্ধ অনায়াসে,
জল নেই কোথাও নেভাতে বেদনার ভার
অলিখিত থাক উপাখ্যান সব,
নিমীলিত থাক জলের চক্ষু,
তোমার পথের রেখায় জাগে দৃপ্ত  তারুণ্য।
----০৮/১০/২০১৯