পরিণাম
---
ফুলের বনে সাপ এসেছে,
ফুলেরা তাই ঝরছে
বিনা মেঘের বজ্রপাতে
কলিরা তাই ডরছে।
লাল নীল বিবিধ বরণ
হাসছিল সব ফুলেরা,
তীব্র বিষে জর্জরিত
ভাঙছে সব কুলেরা।
মুখ লুকিয়ে বৃক্ষ যারা
আপন হিসেব কষছে,
যা খুশী তা হোক না কেন,
খাঁচায় পাখী বসছে।
দাবানলে পোড়ে না কেবল
সবুজ তৃণ বন,
পুড়িয়ে করে কাঠ কয়লা
জানে না বৃক্ষজন।
০৬/১০/২০