পরিচয়
---
লুকোবার কিছু নেই
তুমি যে পথে হেঁটে এসেছ এই অবধি,
বাঁকে বাঁকে রেখে এসেছ চিহ্ন তোমার
দীর্ঘ যাত্রাপথে, প্রতিটি ধুলিকণা
চিনেছে তোমায়,
তুমি অজান্তে তোমার পরিচয় রেখে গেছ
তোমার পদচিহ্নে।

সাক্ষী রয়ে গেছে সেই সময়,
যে সময় ফেলে এসেছ অতীতে,
সময় তো ফুরায় না নিজে,
কেবল আরেক সময়ে যুক্ত হয়,
সময়ে থেকে যায় পরিচয় সবার,
যেমন আয়নাতে ফুটে উঠে
প্রতিবিম্ব, রেখা--- বক্র কিংবা সরল।

মেঘ সরে গেলে মেঘে ঢাকা চাঁদ
স্থবিরতার কাল শেষে
সরে যায় মুখোশ,
চির-পরিচিত ফিরে আসে ফের
সেই পুরনো পরিচিত রূপে,
পদক্ষেপ তার হয় না বদল,
হয় না বদল নিজস্ব প্রকৃতি যার যার।

আলোড়ন শেষে থিতু হয় জল
অবশেষে দেখা মেলে
জলের তলদেশে লুকোনো নুড়ি কিংবা
বহুমূল্য রত্নরাজি।
১৩/১০/২০