পদধ্বনি
--
আমাদের হাওর...
জলে যেন আগুন জ্বলে
পাহাড় তার স্বাক্ষী।
গোধুলিতে স্বর্ণালী আভা
তবু ম্লান তার ভাষা
অব্যক্ত কান্নায়
থমকে থাকা সব ঢেউ।
খুঁজে ফিরে ভিটে
খুঁজে ফিরে মানুষ
জলের মায়ায় বাঁধবে বলে।
তবু অনাবৃষ্টিতে হাওর কাঁদে
জল যায় নির্বাসনে
জল তখন থাকে কেবল
মানুষের চোখে,
জলহীন পৃথিবী কেবলই কাঁদে
শঙ্কায়, পদধ্বনি দুর্ভিক্ষের।
২২/১০/২১