পিশাচ
---
পিশাচের কোনও মা থাকে না,
পিশাচের কোনও পিতৃপরিচয় নেই
পিশাচের জন্ম হয় কালপ্রহরে,
অনিচ্ছায় জন্ম দিয়ে
মাতৃজঠর হয় কুণ্ঠিত,লজ্জিত
কলঙ্কিত হয় মা-জননী
জঠরে লালন করে একটি পিশাচ।

পিশাচ পিতৃপরিচয়হীন বেজন্মা,
পরিত্যক্ত বর্জ্য,কালো জমাট রক্ত
পিশাচের উপাদেয় খাদ্যবস্তু
পিশাচ বড় হয় এ সমাজের আলো বাতাসে
লুকিয়ে রাখে নিজেকে কঠিন আড়ালে,
নিজেকে প্রমাণ করে দশজনের একজনে।

পিশাচ গোপনে পান করে রক্ত,
এক্ষেত্রে তার বাছ-বিচার নেই কোনও
মায়ের রক্ত,বোনের রক্ত,এমনকি মেয়ের রক্তও
পান করে চলে নির্দ্বিধায়
পিশাচ তার রাজত্ব কায়েম করে
তার মতোই আরও পিশাচদের নিয়ে।

নরকের অগ্নি পিশাচের জন্য যথেষ্ট নয়,
কোনও শাস্তিই এর জন্য যথেষ্ট নয়
পিশাচকে তবুও জলন্ত অগ্নিতে
প্রক্ষেপণ করা হোক
পিশাচের প্রতিটি কোষ চিরে দেখা হোক
এর রক্তে কোন পশুর রক্ত বইছে।

পিশাচের জন্য যাবতীয় সভ্যতা,যাবতীয় মানবতার
আয়োজন বৃথা হয়ে যায়
পিশাচ ঘৃণিত হোক,পরিত্যক্ত হোক বংশপরম্পরায়
অভিশাপ বর্ষিত হোক,
অভিশপ্ত হোক পিশাচ তার বংশধারাসহ।

পিশাচকে সমূলে উৎপাটন করতে হয়
পিশাচ উৎপাটিত হোক সমূলে
পাশবিক যাতনার কি দূর্বিষহ জ্বালা
পিশাচের বংশলতিকা তা মর্মে মর্মে উপলব্ধি করুক
অভিশাপ দিয়ে যাই,অভিশাপ দিয়ে যাই,অভিশাপ দিয়ে যাই।

সমস্ত মাতৃকুলের অভিশাপ বর্ষিত হোক
একটি পিশাচের জন্য।
১১/৪/১৯