পার্শ্ব পরিবর্তন
---
ফুল ফোটে কখনও
ঢেউয়ে দোলে জল,
মনে হয় স্বর্গ হয়েছে বন্দী;
তারপর একাকী চরে কাটে
দুঃসহ প্রহর।
জল আছে বলে তাই নদী
ফুল আছে বলে তাই বৃক্ষ,
অকৃপণ দানে হয়েছ ধন্য
তবু বড় অনুদার তুমি
হে মানুষ! বাড়াও ক্ষত
বিনা কারণে।
ভরবেলা যাবে ভাটার টানে
জলহীন মেঘে কাঁদবে আকাশ
তোমার বেলায় সুবিধামত
তুমি শুধু জানো পার্শ্ব পরিবর্তন।
১২/১০/২১