পাপ পূণ্য
---
পাপ থাকে, পূণ্য থাকে,
অভাবে থাকে না ভাব,
ভাবলেশহীন তাই
আভরণে অরুচি,
নিকুচি করে অনায়াসে
ভরদুপুরে ভাবের ঘরে
হানা দিয়ে করে ডাকাতি।
নবীনেরা থাকে নিজ কাজে,
থাকে যার যার পুরে,
কলহে ব্যাপৃত, প্রতীক যারা,
যার যার ভাগ বুঝে নিতে
রণসাজে সজ্জিত চেনা পৃথিবী।
ভরা মৌসুমে ভরা পাত্রে
অবাক শূন্যতা করে হতবাক,
লেপামুছা শেষ করে
ধুয়ে মুছে হাত,
চিলতে হাসিতে মুগ্ধ কর শেষে।
ভরাডুবি হয় শেষে
তুমি যে ভেবেছিলে অন্ধ পৃথিবী-
আসলে তা নয়।
ছোট্ট ফুটো দিয়ে আলো আসে,
আলো দূর করে অন্ধকার,
সেই আলোয় পৃথিবী দেখে
সেই তো জলজ্যান্ত ডাকাত,
পৃথিবী যাকে চিনেছে
"একজন নিপাট ভদ্রলোক"।
ছি! ছি! ছি!
কী করে দেখাও মুখ!
লজ্জায় কালো হয় প্রিয় কোনও মুখ,
অপমানে বধির কোনও এক পিতা,
ব্যথাভারে অন্ধ কোনও এক মা,
মুখ লুকায় সন্তানেরা।
এতটা পাপ কী করে লুকোয়!
সদর্পে করে বিচরণ সংসার অরণ্যে!
৩০/০৬/২০