পাপ
--
পাপকর পাপ করে পাপী বনে যায়
পাপরাশি ভারী হয় পাপে পাপে হায়।
পাপী ভাবে না, পাপ কীসেতে হয়
পাপিয়ার ডাক শুধু পাপীর মনে রয়।
পাপাধম পাপনাশে দেয় না মন
পাপরূপ দেখে ভয় পায় স্বজন।
পাপগ্রহ অবিরাম করে যা পাপ,
পাপিষ্ঠ - পাপের হয় না যে মাফ।
পাপমিত্র রবে না সাথে চিরদিন
পাপদৃষ্টি একদিন হয়ে যাবে ক্ষীণ।
পাপরোগ কর দূর, হোক পাপক্ষয়,
পাপগ্রহ সরে যাক, ধরা হোক মধুময়।
২৬ /০৪/২০