অস্তিত্ব শূন্য তুমি
------

**
একটি চোখ শুধু তোমায় খুঁজে,
দোয়েল, কিংবা ঘুঘু পাখির বাসা যেমন খুঁজে,
আর একটি চোখে প্রবাহিত হয় জল,
আর হৃদয়ে পুষে থাকে বিক্ষুব্ধ অভিমান।
আর আমি হারাই অসীম নীরবতায়,
অসংখ্য জলকণায় তোমাকে খু্ঁজি অতঃপর।
চোখ থেকে জল হয়,জল থেকে নদী,
আমি একটি নদীর জন্ম দিয়েছি।
নদীটি অদৃশ্য থাকে, দৃষ্টির আড়ালে
কেউ দেখেনা,
শুধু আমিই দেখতে পাই।
আমি জলকণা হই, আমাতে ঘিরে থাকে
অদৃশ্য রহস্যের চাদর।
তাই আমাকে দেখ না তুমি,
যদিও জানি না বহুদিন
আমাকে তুমি খুঁজেছ কি, না!
ওখানে এখন অনেক শ্যাওলা জমেছে,
সুফলা ভূমি পেয়ে জন্মেছে ঘাস,
বেড়ে উঠেছে আপন মনে,
সবুজ ঘাস ফড়িং উড়ে বেড়ায়
গুন গুন করে ভ্রমর আপন মনে,
ওখানে,ওই পলল ভূমিতে
থাক না ওরা ওখানে,মনের আনন্দে!
তুমি থাকো বিভোর নিত্য নতুন আবিষ্কারে
বসবাস করো নির্জলা মিথ্যের আবাসে।
গড়ে চলো নতুন ভুবন,আদি থেকে অন্তে।
আমি জলের সাথেই থাকি,
জলেতে জন্ম আমার,জলের সাথেই আজন্ম সখ্যতা
জলেতে বিলীন হই,
আমি যে জলকন্যা,
জলহীন প্রান্তরে বেমানান আমি,
অশ্রু সিক্ত একচোখ খুঁজে না এখন
তোমায় আর,শুধু খুঁজে
কোথায় আছে হারাবার ঠিকানা,
যেখানে তুমি নেই, অস্তিত্ব শূন্য তুমি।
----১৩/১১/২০১৮