অপ্রকাশিত সত্য
--
এতে উল্লাসের কিছু নেই,
এতে আনন্দ নেবার কিছু নেই,
নেই চমকিত হওয়ার মত কিছু,
হঠাৎ হালকা বাতাসে ঝরে পড়ে কিছু পাতা,
বহু কিছু থাকে অপ্রকাশিত
তখন তারা নিরাপদ ভ্রমণ সেরে নেয়,
মূলতঃ দৃষ্টির অন্তরালে বাস করে
বহু কাহিনী সংগোপনে;
প্রকাশিত ছড়ায়, তখন লজ্জা আড়াল করে বিবেক,
আর কত যে নিগূঢ় তত্ত্ব মৌনতায় ধ্বসে দেয়
ক্ষয়ে দেয় স্বাভাবিক জীবন-যাপন
কে তা জানে!
কাহিনী চিরকালের,কখনও একপেশে কখনও
স্বেচ্ছায় চলে স্বার্থের বাণিজ্য,
কোথাও দোষ নেই,নির্দোষ বাস করে গৌরবে
আর মুখর পৃথিবী ছিদ্রান্বেষণে,
বেশ তো! কেউ বুঝি দেখে না?
দেখে যায়,রেখাপাত করে যায়
তবু নিরব নির্দিষ্ট সময় পর্যন্ত,
তারপর!
আত্মদংশনে জ্বালাপোড়া আছে,
প্রকৃতির প্রতিশোধ আছে
মানুষের থেকে কেড়ে নেয়া সুখগুলো
একত্রিত হয়ে অভিশাপ দেয় অভিশপ্ত জনে
অপ্রকাশিত সত্যগুলো আড়াল করে দেয়
লুণ্ঠনের ইতিবৃত্ত, তখন স্নিগ্ধ বাতাসে
শ্বাসের কষ্ট থাকে না,
নিত্য আনন্দে পরিভ্রমণ রহস্যময় পরিব্রাজকের।
২৭/৮/১৯