অপঠিত
--
জানা হয় নাই কী আছে সমুদ্দুরে,
অতল গভীরে বাস করে কত'না অজানা
দেখা হয় নাই,
কত'না জলজ লতা, কত'না প্রাণের অবাধ বিচরণ।
তোমার চোখের মতই সমুদ্র,
কিংবা সমুদ্রের মত তোমার দু'চোখ।
তোমার চোখে বাস করে কত'না স্বপ্ন,
কত কবিতারা জন্ম নেয় তোমার দু'চোখে,
কখনও হয় নাই পড়া,
অপঠিত থাকে তোমার চোখে থাকা কবিতাগুলো।
চোখের ভাষার কবিতাগুলো অধরাই থাকে,
অস্পষ্ট কবিতার শরীর,
বড় দুর্বোধ্য ঠেকে,
চিরদিন যে চোখ কথা বলে যায়
সে চোখ থাকে গহীন সমুদ্রের মতই অজানা অচেনা।
তুমিও তাই রহস্যে ঘেরা,
কুয়াশায় ঘেরা ভোরের মত
তুমি প্রায় অদৃশ্য, অস্পষ্ট , দুর্বোধ্য
তোমাকে পড়া হয়নি তাই আমার কোনদিন।
১৫/০৬/২০