অনুভূতির প্রহর
--
নীল অবয়বে জড়িয়েছ আজ নীলাম্বরী শাড়ি
চাঁদের তরণী আজ ছড়ায় অপরূপ মায়া,
মেঘেদের দেশ আজ উৎসবে মুখর।
তাইতো চরাচরে নেমেছে ধবল মায়ার জাল,
সে জালে বন্দী কত উদাসী ঘরছাড়া পথিক,
কোথাও নেই কোন বন্ধন তবু কী এক টানে
নেশাতুর মন অহরহ পোড়ে,খুঁজে ফেরে নিবাস।
কেউ জানে না কোথায় কোন সুর বাজে
হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে ঘোর লাগিয়ে
একটানা বয়ে নিয়ে যায় কোন অজানালোকে
এমনি চাঁদের রাতে হাসনাহেনা হাসে,
হাসে নাম না জানা কত ফুল,
যুথিবনে লাগে উদাস হাওয়ার ছোঁয়া।
আর তুমি একাকী বসে কাটাও বিরহী প্রহর,
মন যায় বহুদূরে গৃহবন্দী দেহ নিথর কাঁদে
এমন ভরা জোছনায় কেবল জল কাঁদে আকণ্ঠ তৃষ্ণায়।
--১১/১১/২০১৯