অনুভবে শুধু তুমি
--
সবচেয়ে বেশি শূন্যতা কেবল আমারই,
যে প্রেম থাকে হৃদয়ের গহীনে
তার থাকে না উচ্ছ্বসিত প্রকাশ।
আমি তোমায় যেমনটি খুঁজি,
কেউ আর তেমন খুঁজে না তোমায়
এই চরাচরে।
বৈষয়িক,জাগতিক প্রয়োজনে
হয়তো খুঁজে কেউ কেউ,
আমি খুঁজি কেবল তোমার জন্য তোমাকে।
এখানে নেই প্রলোভন নেই একরত্তি,
ফোটে আছে কেবল ভালোবাসার শতদল,
তোমাকে খুঁজি আমি আমার প্রেমে
আমার ভালোবাসায়।
সমস্ত পৃথিবী তুমিময় হয়ে ভাসে আমারই চোখে,
আমি নীরবে দেখি
গোলাপের পাঁপড়িদলে তোমার নিষ্ঠুর প্রস্থান।
ওখানে কোনও আফসোস নেই,
নেই খেদ,নেই কোনও প্রতিবাদ
শুধু দীর্ঘশ্বাস প্রলম্বিত চিরদিনের জন্য।
এটুকুই ছিলো তোমার দেয়া আমার জন্য অমূল্য উপহার,
আমি সযতনে ধরে রাখি আমার হৃদয়ে,
আমার সমস্ত অবয়বে
আমার অস্তিত্ব জুড়ে।
নির্মল থাকুক ভালোবাসাগুলো,
তোমার ভালোলাগায় সিক্ত হোক
আমার ভালোবাসা।
আমার অনুভবে যতটুকু আছে পৃথিবী
সমস্তটাই তোমার দখলে এখন।
অপ্রকাশের অনুভবে তুমি আছো
কেবলই আমার কবিতার খাতায়।
যাবতীয় উচ্ছ্বাস থাকুক দৃষ্টির আড়ালে
থাকুক তোমার অগোচরে,
হয়ে যাই আমি নিঃশেষ,
হয়ে যাই আমি কেবলই পুড়ে যাওয়া ছাই।
সবই থাকুক তোমার অগোচর,
থাকুক তোমার অনুভবের আড়ালে,
শুধু ভালো থেকো তুমি।
--২৩/০৬/২০১৯