অনুরণন
---------
মন ছিল দূরেতে,
যবে তুমি সুরেতে
ডেকেছিলে পুরেতে।

বাগানে কি ছিলো ফুল?
নাকি কি ছিলো সবি ভুল?
তবে কেন হৃদে হুল?

কুল কুল বয় নদী
সারাদিন দেখে যদি
কাটে পল নিরবধি,

ভ্রমরা কী সুর তুলে
মন দেয় মন ভুলে,
কি ব্যথা কোন ফুলে?

দোলে যায় অকারণ
দলে যায় কি বারণ!
মনে বয় কি তাড়ন।

মনে মনে হই পাখি,
সারাদিন ডাকি ডাকি
উড়ে যাই নিয়ে আঁখি।

ভুল পথে যাবো না
কোনও ব্যথা পাবো না
বিষ ভুলে খাবো না।

থাকো নদী চিরদিন নাব্য,
সুর থাকো চিরদিন শ্রাব্য
অনুক্ষণ রচি আমি কাব্য।

যদি তুমি ভুলে যাও,
বিপরীতে বেয়ে নাও
অজানাতে হও উধাও!

আমি সব মেনে নিয়ে
মন প্রাণ সব দিয়ে
শিশিরে হারাবো হিয়ে।

ভাসবো না ঘোর জলে
ভাঙবো না কোনও ছলে
যদিও মন, যায় জ্বলে।
১৮/১০/১৮