অন্ধকার
--
ঢেউগুলি ছুঁয়ে দিয়ে যায়,
পাশে থাকে ভিজে হাওয়া,
তোমার চুল হাওয়ায় ওড়ে।
তুমি যাও পরবাসে,
সিথানে আকুল অশ্রুভেজা
নির্ঘুম চোখ।
বছরের পর বছরে কেটে যায়,
তুমি সমুদ্র পাড়ি দিলে,
তোমার বসতি হয় ঝলমলে
রঙধনু রঙে রাঙা নগরীতে,
পৈথানে কালসাপ নাচে,
তুমি আর ফিরো নাই,
অন্ধকার কেবলই গাঢ় অন্ধকার।
১৭/০৬/২০