অঞ্চল যার
---
অঞ্চল যার,
অঞ্চলে বাঁধা পড়েছে তোমার,
সাম্রাজ্য কার?
অঞ্চলে পড়েছে টান যার
টালমাটাল অস্তিত্ব এবার,
সেই তো ধুলোয় গড়াগড়ি খায়
লুটায় অঞ্চল সীমান্তে তোমার।
ওহে গরবিনী রাজ-রাজ্যেশ্বরী
এবার গুটাও রাজ্যপাট,
স্বেচ্ছায় দিয়েছে যে ঝাঁপ
তোমার অগ্নিশিখায়---
ঊন থাকে সে,
বৃত্তের ছক কাটা আবর্ত্তনে,
সে ছড়ায় না আলো অসীমে,
মুক্ত হোক অঞ্চলের বন্দী
মিলাক সে অসীমের অঞ্চলে,
রাজ্যেশ্বরী এবার গুটাও অঞ্চলে
তোমার প্রকট অঞ্চল প্রভাব।
১৯/০৯/২০