অচল
---
একঠায় দাঁড়িয়ে কী ভাবো তুমি?
স্থির, অচল গাম্ভীর্য তোমার
স্বাক্ষী তুমি কত উত্থান পতনের।
কারা যেন বুক চিতিয়ে হাসে
কেড়ে নেয় হাসি, ঘুম
ক্ষুধার অন্ন।
ধীরে ধীরে জমে পাপের পাহাড়,
তৃষিত আত্মা ক্লেদাক্ত লোভে,
পরম নিশ্চিন্তে আকাশ ঘুমায়
মাটির কোলে।
ওদিকে ক্রোধে অন্ধ হয়ে
পাষাণ গলে, সাইবেরিয়ায়
বরফ হা-হুতাশে জল হয়।
আর ক্ষুধার্ত শিশুটি বিপুল বিস্ময়ে
কাচের আড়ালে দেখে খাদ্যসম্ভার,
তারপর নিস্তেজ ঘুমিয়ে পড়ে।
০১/০৯/২১