অল্পে তুষ্ট
---
বড়'র বন্ধুত্ব বড়'র সাথে
আমি বন্ধু তোমার সাথে।
নাই বা থাক মোরগ পোলাও
বৃথাই কেন কষ্ট পাও?
পান্তায় ডলে কাঁচা লংকা
সুখের সাথে বাজাও ডংকা।
হা-পিত্যেশের গোলযোগে
সারা বছর কাটায় ভোগে।
আমরা তো নই তাদের দলে
খেয়াল খুশি পায়ে দলে,
আমরা মাখি কাঁচা সোনা
কাদায় মাঠে ফসল বোনা।
বেশি কিছু করি না আশা
অল্পে তুষ্টি অল্প পেয়েই হাসা।
আমরা আছি নাইয়ের মাঝে
ভরার গান তাই সকাল সাঝে।
২৫/০২/২২