অদৃশ্য চোরাবালি
-
বালুর চরে চোরাবালি থাকে,
কিছুতে হদিস মেলে না,
রক্তি নদীর বালুচরে চোরাবালি
ঢেকে রাখে বালুচর।
প্রবাহিত জল ডেকে ডেকে যায়,
সে তো পাহাড়ীকন্যা,
জলধারায় স্নাত হয়
পাথুরে দেশের মন।
সোনালী ধানের উৎসবে
মেঘের বাঁশি বাজে,
পরদেশি মেঘ এখানে একটু থামে
ভেজানো নরম মাটিতে।
রক্তির বুকে প্লাবণ ডাকে,
ভেসে যায় দুই তীর,
অলস প্রহর কাটায় অবসরে যারা
জলের ওপাশে জল।
সোনার ধানে ভাড়ার ভরেছে,
তবু কাটে না অভাব তার,
শূন্যে উড়ে লাভের অঙ্ক
কোথায় লুকোনো চোরাবালি!
চোরাবালি গুপ্ত থাকে,
হানা দেয় অতর্কিতে অদৃশ্য থেকে,
বেলা ফুরোবার আগেই সন্ধ্যা,
ঘর্মাক্ত কিছু মুখ চিরদিন সন্ত্রস্ত  সংখ্যার চোরাবালিতে।
৩০/০৪/২০