অধরা
--
ঘরের ভেতর ছিল সমুদ্র
আর আমি!
বহু কায়-ক্লেশে সমুদ্র দেখতে
গিয়েছিলাম
সমুদ্রের ছিল লোনা জল
আমার ঘরেও তাই।

আমি মেঘের রাজ্যে খু্ঁজেছি
স্বর্গপরীর কালো কেশ,
আর আমার ঘরে
শ্রাবণ মেঘের অধিক কালোকেশ
আপনি হাওয়ায় উড়ে যায়;
দেখিনি কখনও।

আমি চষে বেড়িয়েছি ভালবাসা,প্রেম
নগরে নগরে,
আমার ঘরে একবুক ভালবাসা
আমার জন্য কেঁদে মরে
নিস্তুব্ধ অভিমানে,
কখনও দেখা হয়নি আমার।

অনুভবে ছিল না টান
তাই ভালবাসা বোঝা হয়ে ছিল,
অধরা ভালবাসা আজ বহু দূরে,
চিরদিন তাই রয়ে গেল
হাতের মুঠোয় শূন্য।

--২৩/১১/২০১৯