অচিন গাঁয়ের মানুষ
--
নৌকো তোমার ছিল বাঁধা ঘাটে,
ও ঘাটে কেউ ছিল না,
ছিল জলের জলে যাওয়া অনেক দূরে,
কেন আমায় নিলে না তুমি
সঙ্গী করে অনেক দূরে!
তোমার নৌকো পুবাল হাওয়ায় দোলে,
পুবাল হাওয়ায় কি যে সুর আসে ভেসে,
আর আমার মন যে কেমন করে,
যদি কথায় বলা যেত, আমি বলে যেতাম
আমার মনের কথা- হাওয়ার বাঁশীর সুরে।
অচিন ঘাটের মাঝি তুমি, তোমার হরেক রকম নাও
কখন কোন ঘাটে ভিড়াও কোন রঙের নাও
হদিস পাওয়া ভার, তুমি অচিন গাঁয়ের মানুষ,
কোন বেভুলে তোমার সাথে হল কথা চোখে
তুমি রঙিন পালে তুলে বাদাম অচিন গাঁয়ে যাও।
নৌকো তোমার ঘাটে বাঁধা, কেবল তুমিই নাই,
বল না আমি কোন পাথারে তোমায় খুঁজে বেড়াই!
পুবাল বাতাস দোলায় আঁচল আমার,
উড়িয়ে নিয়ে যেতে চায় তাদের সঙ্গে করে,
আঁচল ধরে রাখি হাতে, আমায় কেন নেয় না তারা
তাদের সঙ্গে করে তোমার অচিন গাঁয়ে!
২৬/০৭/২০