অবশেষে
---
অবশেষে আমি পৌঁছে গেলাম গন্তব্যে,
কোনো হা-পিত্যেশ দীর্ঘশ্বাস ছাড়াই,
পথশ্রমের ক্লান্তি করেনি আমায় পরিশ্রান্ত
এর সবটাই তোমার কৃতিত্ব,
তোমার দেওয়া দান, প্রাণ পেতে নিলাম,
যেটুকু পাওয়ার ছিল, তার চেয়ে বেশী।

এভাবেই সমাপ্ত হয় চলমান কোনো গল্পের
শাখা-প্রশাখার বিস্তার শেষে
বৃক্ষ সাজে পুষ্পপল্লবে
শেকড়টুকু উপড়ে নিলে হয় অবসান,
ধীরে ধীরে যবনিকাপাত হয়,
যেমন সূর্য যায় অস্তাচলে।

তারপর শুরু হয় আরেকটি গল্পের,
যাত্রা শুরু হয় আরেকটি পথের,
সব গল্পের শেষ এক নয়
তবু থাকে নিষ্ঠুর অথবা মধুর সমাপ্তি,
অঙ্কিত থাকে হৃদয়ের আয়নায়,
বলা না বলা অনেক কাহিনীর সংলাপ।
২১/১১/২০