অবরোধ কালে
-----
অবরোধ কালে
কিছু স্বপ্ন গিয়েছে স্বেচ্ছায় নির্বাসনে,
জামিন পেয়েছে কিছু মশা মাছি
ওরা মনের সুখে নির্জন নগরীতে
খুঁজে ফেরে বিষাক্ত আশ্রয়।
শব্দহীন নগরে বাতাস সরব হয়
বহুকাল পরে,
বহুকাল পরে নির্ভয়ে সাঁতার কাটে জলপোকা জলে।
স্বর্ণলতা আপনি বাড়ে,শুষে নেয়
যা ছিল নেবার,
পাখিগুলো অবাক দেখে নিঃশব্দ চরাচর।
হলুদ বাতিগুলো একাকী জ্বলে,
বিপণীবিতান একা পড়ে থাকে,
পিঁপড়ের সারি দলবেঁধে চলে
নতুন খাবারের খুঁজে বাড়াতে সঞ্চয়।
ব্যবধান নেমে আসে আমাদের ঘিরে,
একই বৃন্তে আজ সহস্র সংশয়
মুঠোয় বন্দী পৃথিবীটা হঠাৎ যেন
তীব্র আক্রোশে মেতে উঠে।
যা কিছু ছেলেখেলা ছিল
আসলে ছিল সময়ক্ষেপণ
ফিরিয়ে দেবার পালা যখন,
আমাদের পরিচিত দৃশ্যপট বদলে যায়।
আমরা একাকী হাঁটতে থাকি,
চির পরিচিত হাত অনায়াসে ছেড়ে,
তারপর একাই কাটাই যন্ত্রণায় দগ্ধ প্রহর।
আজ থেকে আমিই তো তোমার সবচেয়ে বেশি পর,
আজ থেকে আমরা স্বেচ্ছায় পরস্পরে
জানাই বিদায় সম্ভাষণ।

♦১৫/০৩/২০
অজানা অচেনা করোনার প্রথম কালে