অবিরল ধারা
---
যদি ভাল না লাগে, যদি শূন্য শূন্য লাগে
তবে নদীটির পাশে এসো
ওখানে জল, একচক্ষু জল বয়ে যায়
সাথে করে যত গ্লানি, দুঃখ বেদনাবোধ
যদি ভাল না লাগে তবে নদীটির কাছেই যেও
চুপচাপ বসে থাকা, জলের কথা শোনা,
কোথাও কেউ নেই যেন
আসলেই কেউ নেই।
যে ছিল, যারা ছিল সবই তার মরিচীকা
আসলে সবাই চিরকাল একা,
কোথাও কারও কেউ কখনও থাকে না,
ঢেউয়ের মত শুধুই বয়ে চলে যাওয়া,
মাঝখানে রেখাপাত নিছক স্বপ্ন দেখা
জলের থাকে নদী, নদীর থাকে জল
মানুষের থাকে চোখের নদী
কখনও জলভরা, কখনও বা শুষ্ক রুক্ষ,
না চাইতেই কখনও জল,
কখনও চৈত্রের খরা।
যদি না থাকে জল তবে আকাশের কাছে হাত পাতো,
অবিরল ধারা নেমে আসুক
নেমে আসুক একাকী নির্জনে, গহন অন্ধকারে।
৩/১১/২৪