অবিদিত
---
গুমোট হাওয়া
স্তব্ধ প্রকৃতি
আজ আকাশ কাঁদবে কি?
তুমি চলে গেলে
তাই কি ছিল বিস্ময়!
অবিশ্বাস্য সব
সত্যি তবু তাই
চারপাশ পূর্ণ ছিল জনে
আনন্দ ছিল জ্ঞানে
টুপ করে খসে পড়া
নক্ষত্রের মত
ধীরে ধীরে শূন্য হতে থাকে
ক্রমশ---
হঠাৎ দেখি অনেকটাই খালি
একাকী আমিই বসে আছি
কেন এমন হয়!
অনেক প্রশ্ন থাকে
কোথাও সদুত্তর নেই,
যে যার মত মিলিয়ে নেয়
তারপর আত্মতুষ্টিতে ভোগে
নির্বিকার পথচলা,
কেউ কেউ স্বগোতক্তিতে রত
কেউ সংলাপে, কিছু থাকে বিশ্রম্ভালাপে,
কখনও কলহ বিস্তার হয়,
জিজ্ঞাসু চোখ আহত হয়,
কথার মারপ্যাঁচে ঢাকা পড়ে সব,
স্থির হলে জল ঝড়ের পরে
কী-যে আকুলতা জীবনের জন্য
সবকিছু একপাশে পড়ে থাকে
একটু শ্বাস, একটু সময়
তুমি চলে যাও একদিকে
কিছুটা শূন্য পৃথিবী
হুতাশে দগ্ধ কিছুটা বাকি সময়
একা একাই দেখতে হয়
আবার নতুন করে সাজানো সব
এলোমেলো হবে নিশ্চিত জেনে,
কিছু প্রশ্নের উত্তর
কারও জানা নেই।
৩১/৩/২৫