অব্যক্ত
--
ইঙ্গিতে ধ্বনিত হয় তরঙ্গ যত
জোয়ারের জল কলকল,
মায়াবতী থাকে মায়ায় আচ্ছন্ন
অন্তরে জ্বলে মায়া ঝলমল
তারপর দহে খরতাপে
মরুতে যেন তপ্ত বালুকা।

দহনের তীব্রতা ক্ষত-বিক্ষত করে
নির্মল একটি পৃথিবী,
তাল হারিয়ে ছন্দপতন
কুক্ষণে কুহুতান বেজেছিল বনে
পথভোলা পথিক হারিয়ে পথ
খুঁজে মরে ওখানে, প্রাণনাশি নাথ
থাকে রত কুটচক্রজালে।
২৯/১১/২০১৯