অব্যক্ত বেদনা
--
মুখরতায় মুখরিত মূক বধির তারা,
যেন-বা মূক বধির পাতাঝরা বৃক্ষ
অনুভবে অনুপম অনুক্ষণ চপলা চঞ্চল নৃত্যে
কে জানে কোথায় আবদ্ধ শৃঙ্খলে অবগুণ্ঠিত,
অথবা আনমনে ভেসে যায় অনামিত ধ্বনি যত
হয় না প্রতিধ্বনি,বিকারহীন প্রতিস্পন্দনে।
কখনও সুপ্ত,কখনও গুপ্ত কিন্তু না বিলুপ্ত
ব্যাপৃত রয়েছে নিগূঢ় সত্য অব্যক্ত ধ্বনিতে,
অনুক্ত অনুনাদ ব্যাপৃত পৃথিবীর অঞ্চলে
নিঃশেষে বিভাজ্য সময়ের প্রতিশ্রুতি,
নিঃশেষে বিভাজ্য সময়ের বন্ধন,
হয় না লয় তাহাদের গুঞ্জন।
পাতাঝরা বৃক্ষতলে শুষ্ক পত্র ঝংকৃত হয়
মুগ্ধ আকাশ ঘোর লাগা তন্ময় দৃষ্টিতে দৃষ্টি মেলে
অনুভবে বুঝে নেয় যত অব্যক্ত বেদনার অনুরণন।
--২৪/০৯/২০১৯