নোঙ্গর
--
স্তম্ভিত প্রহরে স্তব্ধ বাতাস,
দ্বন্দ্বেরা  কানাকানি করে
অচল স্থবির স্নায়ুকোষে
ভর করে যেন অক্লান্ত
মৃত কাক পড়ে থাকে জঞ্জালে,
তোমার শত্রু আমার শত্রু
একত্রিত হয়ে মিতালী পাতে
আর আমরা থাকি দৃষ্টিহীন
বধির,কিংবা প্রগলভ হই
চটুল হাস্যরসে
যায় দিন যাক, অকস্মাৎ বিশ্বাসে
প্রহর কাটে
উপকূল আর কতদূর?
বিধ্বস্ত তরী ভিড়াবে নোঙ্গর তার।
১০/৮/১৯