নয়নতারা
---রুবি বিনতে মনোয়ার
আজ বিহানে নয়নতারা
ফুটে আছে থরে থরে,
শুভ্র ডানার কোমল গন্ধে
মনটি যেন ওঠে ভরে।
নয়নতারা মাটির গায়ে
হেসে ওঠে আপন মনে,
লতার পাতা সবুজ মেয়ে
লাজে রাঙা ক্ষণে ক্ষণে।
আসছে রঙিন প্রজাপতি
নৃত্যে পাগল হাওয়া,
ফুলের বনে একটু থেমে
মৃদু পরশ পাওয়া।
নয়নতারা চক্ষু জুড়ায়
যাহার মুখটি ভার,
চল না আজ ফুলের বনে
হলই না হয় হার।
আকাশগাঙে তারার মেলা
ফুলের বনে চপল,
নয়নতারা ফুটল বলে
মাটির গানটি সফল।
২৬/১১/২৯