নতুন অধ্যায়
--
মঞ্জু তুমি হাসো নিকুঞ্জে একাকী মঞ্জুশ্রী,
মঞ্জুহাসিতে উদ্বেল মঞ্জুকেশি।
চন্দ্রকর মুগ্ধ আকাশে
খুঁজে মঞ্জুবাক,
রঞ্জিত রক্তিম আভা, কুন্তলে লুকায়
শিহরিত আবেশ যত।
গুঞ্জনে কুঞ্জবনে ভ্রমর মঞ্জুভাষ,
আভাসে ছড়ায় কী কথা
পুষ্পমঞ্জরি জানে।
ছন্দে তার মঞ্জির মঞ্জুগমনে পুঞ্জমেঘে ছলকায়,
অঞ্জন শোভিত নয়ন মঞ্জুনাশে
গঞ্জনা ললাটে তীব্রতর,
কলঙ্কিত মঞ্জুভাষিণীর নতুন অধ্যায়।
----১৩/১১/২০১৯