নদী নামটি
---
যদি কারো নাম হয়
সোমেশ্বরী নদী
তবে তাকে আমি ভালবাসি,
নদীর মতই তার কথার কলতান
নদীর মতই অচঞ্চল কিংবা
কখনও চঞ্চল যার বয়ে চলা
তাকে আমি ভালবাসি।

যে নারী নদীর মতন,
যে নারী মায়ের মতন
কখনও সে আঁচলে ঢেকে দেয়
শোকসন্তাপ, কণ্ঠে শীতল হৃদয়
তাকে আমি স্থান দিই
অন্তরের নিগূঢ়তম প্রদেশে।

সব নদী নারীর মত,
সব নারী নদীর মত
অন্তরে থাকে ভালবাসার প্রেমময় স্রোত
আর চোখে থাকে জলের ধারা
কখনও চোখে থাকে প্রেম, মায়া মমতা
কখনও ঘৃণায় ছাই করে দিতে চায় সব,
কখনও নীরবে আপোষ করে।

নদী কখনও মাটির মতন হয় না,
নারী বারবার মাটি হয়,
মাটির মতই ফলায় সংসার,
সে নারী হয় ফলবতী বৃক্ষ,
মাটির মত যে নারী
তাকে আমি ভালবাসি,
ভালবাসি মায়ের মাটি।

নদীর নামে নাম যে নারীর
সে নদীর নাম সোমেশ্বরী, কিংবা
মাটির মত যে নারী
যার নাম মৃত্তিকা তাকে ভালবাসি,
সে আমার মায়ের মতন,
যে মাটি কিংবা নদীর মায়ায়
আচ্ছন্ন থাকে জনপদ।

রক্ত ঝরানো দীর্ঘ পথের শেষে
যেখানে আশ্রয়, ঠিকানা
সে আমার এই নদী,
নদীর পাড়ের মাটির একটি ঘর,
তাকে আমি খুব ভালবাসি
নদীর নামটি সোমেশ্বরী,
মেয়ের নামটি সোমেশ্বরী নদী,
গাঁয়ের নামটি বাংলাদেশ।
১৫/১২/২১