নদী নিয়ে
----
বুড়িগঙ্গার তীরে সে, শহর হল ঢাকা
বাংলাদেশের রাজধানী, হৃদয়পটে আঁকা।
ময়মনসিংহের বুকটি চিড়ে যে নদটি বয়,
ব্রহ্মপুত্র তার নাম সর্বলোকেই কয়।
নীরব শহর কুমিল্লাতে যায় বয়ে গোমতী,
আছে কত ঐতিহ্য আর টিলা ময়নামতি।
রংপুরের তিস্তা বয়, সাথে কত ইতিহাস
স্টিমার  চড়ে পাড়ি দিতে হত মনে আশ।
দিনাজপুরের পুনর্ভবা শুষ্ক ধারায় বহে,
কৃষাণ মাঝির মনে কেবল দুঃখ যেন সহে।
পদ্মা নদীর পাড়ে শহর রাজশাহী তার নাম,
রাজ্য নয়, আমের জেলা আছে খুব সুনাম।
আড়িয়াল খাঁ যায় বয়ে জেলা ফরিদপুরে,
নদীর নামেই আছে ছন্দ, যায় ডেকে সুরে।
কর্ণফুলী নদী আছে বন্দর জেলা চট্রগ্রামে,
দেশবিদেশে সবাই চিনে তাকে এক নামে।
টাংগাইল শহর আছে ঘিরে সুনীল যমুনায়,
নীল আকাশ বলছে ডেকে আয়গো কাছে আয়।
পটুয়াখালী মিস্টি অতি পায়রা নদীর পাড়ে,
শান্ত ঢেউ আর আকাশ মিলে ডেকেছে যারে।
ডাকাতিয়া নদীর পাড়ে আছে নোয়াখালী শহর,
দিবারাত্র মিতালী যার ওই সাগর কূলের নহর।
কুষ্টিয়াতে লালন বাউল আর আছে উদাস ধারা
গড়াই নদী যুগে যুগে ভাব সাগরে করে মর্মহারা।
রূপসা নদী ধীরে যখন বয়ে চলে খুলনাতে,
সুন্দরবনের গহীন সবুজ সেই আনন্দে মাতে।
ইছামতির তীরে রাখাল বাজায় মধুর বাঁশি,
পাবনা শহর মুখর হয়ে আনন্দে যায় ভাসি।
সিলেট ভূমি পূণ্য অতি সুরমা নদীর পাড়ে,
হাওর বাওর ছন্দ সুরে ডাকে বারে বারে।
কপোতাক্ষ নদ যেথা জল কলকল সুরে
যশোহর নাম মনোহর বয় জেলা শহর ঘুরে।
কীর্তনখোলা নদী আমায় ডাকে অবিরাম
দেশ জুড়ে বরিশালের আছে যে ডাকনাম।
স্বচ্ছতোয়া করতোয়া বয় জেলা বগুড়ায়,
দেশ জুড়ে দধি তাহার সবার সুনাম কুড়ায়।
নদী মেখলা একটি দেশ পৃথিবীতে আছে,
বাংলাদেশের সকল নদী কবিতারই কাছে।
ছন্দে ছন্দে সুরে সুরে জানি নদীর নাম,
নদীর মাঝেই বয়ে চলে সাধারণের ঘাম।
২৭/৮/২০১৮