নবজাতক
---
যে শিশু সদ্য জাত হয়
সে হয় নবজাতক,
সে চায় তার জন্মগত অধিকার।
প্রমত্ত হিংস্রতার বিকট আলিঙ্গনে
প্রসূত প্রসূণ অবশেষে স্থিত হয়
জমাট রক্ত পিণ্ডে।
উষ্ণ প্রস্রবণ পরিণত আক্রোশে উন্মত্ত,
কোন পাপে নেমেছিল ঘোর সন্ধ্যা!
যে অনায়াসে কেড়ে নেয়
জীবনের ঘ্রাণ,পৃথিবী শীতল ক্রোধে;
আপাতত সমাধান নেই।
প্রসূতির জঠরে অগ্নি জ্বলে,
নেত্রযুগল শুষ্ক,রুদ্ধ অশ্রুধারা,
প্রাণাধিক প্রাণশূন্য,
অসহায় কোথাও পায় না অবলম্বন।
পৃথিবী দেখে,দেখে মহাকাল
পাপিষ্ঠের পাপাচারে
বিশুদ্ধ বঞ্চিত এক দেবশিশু
ফিরে যায় নিয়ে নিষ্ঠুর অভিজ্ঞতার সঞ্চয়।
কে তারে করে বঞ্চিত! নিষ্ঠুর নিয়তি!
নাকি দুরাচারী পাপাত্মা!
সব পায়ে দলে মুখোশের আড়ালে
লুকায়, সাধু সেজে অকাতরে বিলায়
জনে জনে হিতোপদেশ।
১/৯/১৯