নিষ্প্রয়োজন
--
তারপর তুমি চলে গেলে
তুমি উত্তম থেকে হলে নাম পুরুষ
বালুচরে লিখেছিলে নাম
বালুঝড় উড়িয়ে নিল কোথায়,
তোমার উত্তরীয় দোলে পূর্ণিমার চাঁদের মত,
যোগ থেকে আসে বিয়োগের পালা,
গুণ আর ভাগের পরে থাকে কেবলই শূন্য।
পালাবার তাড়া যদি থাকে
তবে আয়োজন কেন ছিল এত বড়?
জীবনের ডিঙি না'য়ে যদি পিছুটান বোঝা হয়ে যায়
তবে তুমি কর আত্মসমর্পণ তোমাতে
তুমি অপসৃয়মান হতে হতে ক্ষয়ে যাও
তুমি তো নক্ষত্র নও!
তুমি কারও কাছে নক্ষত্র ছিলে,বাকিটা ছিল
অসম বাজি তোমার।
তোমার স্মৃতির পাতায় ধুলোর আস্তরে
পড়ে থাকে একটি সর্বনাম
তারপর তুমি হারাও,যেখানে আর কোন
সম্বোধন প্রয়োজন নেই।
----১০/১২/২০১৯