নিঃসঙ্গ অশ্বারোহী
--
তুমি কে গো নিঃসঙ্গ অশ্বারোহী!
তাড়িয়ে তাড়িয়ে যাও
সব-কটা অশ্ব আগে আগে
তুমি পিছু পিছু,
মেঘের পালক তোমার পিছে ধায়।
পাহাড়ের বাঁকে ফোটে
মনমোহন দৃশ্য,
দৃশ্যের আড়ালে অপূর্ব কাব্য এক,
নিষ্পলক দৃষ্টি।
একটি একটি করে যায়,
যেন একটি একটি করে
দুয়ার খোলে, হঠাৎ খুরের শব্দে।
আজন্ম তৃষা নিয়ে
চেয়ে থাকে মেঘ যেমন
কবে পাবে মৃত্তিকার দেখা,
কাজল চোখে পাহাড়ের কোণে
দাঁড়িয়ে থাকে কেউ,
অদ্ভূত অশ্বারোহী পিছু পিছু ধায়।
সম্মুখে নজর তার,
কোথায় কোন তারা খসে পড়ে,
কোথায় হৃদয়ের তার ছিঁড়ে যায়
ফিরে দেখে না,
অদ্ভূত সেই নিঃসঙ্গ অশ্বারোহী ।
একাকী মেঘ শোনে একটি দীর্ঘশ্বাস,
একটি নিঃশব্দ আর্তনাদ
প্রতিধ্বনিত হয় নিজেরই মাঝে
যত ছিল আশার ক্ষণ,
টুকরো টুকরো হয়
যেন কোনো এক কাচের দেয়াল।
২২/০১/২০