নিষ্ফল অভিমান
---
আমার দু-চোখ ধুয়ে দেয়
কখনও বৃষ্টির জল
কখনও চোখের জল।
অস্থির সময়ের বাঁধনে
কাটা পড়ে শপথ বাক্য
স্বাক্ষী বোবা সময়।
ঝরে যাবার কাল
এমনি শুষ্ক বিবর্ণ
প্রবঞ্চনা নিজেরই সাথে।
দুঃখ গলে গলে মোম হয়,
জোড়াতালি শেষে
নিজেকে লুকোনোর ব্যর্থ প্রয়াস।
যদি কাঁদে হৃদয় নদী
একাকী নিভৃতে,
ফিরে আসে আলোর বৃন্তে।
অপলক চোখ দেখে যায়
শেষ বিকেলের রোদে
ধুলিরা উড়ে হাওয়ায়।
নরম কোমল কথাগুলো
ভিজে যায় স্মৃতির নোনাজলে
কল্পিত সুখের বৃথা প্রয়াসে।
কখনও চোখ কখনও হৃদয়
এ লুকোচুরি চলে অবিরাম
সাথে থাকে নিষ্ফল অভিমান।
১২/০২/২১