নির্বাক প্রত্যুত্তর
---
প্রতীতি প্রতীকি হয় আবদ্ধ সময়ে,
চঞ্চল গীতি স্তব্ধ হয়
বিষাক্ত কুটিল উচ্চারণে,
তখন ধুসর হয় জ্যোতির্ময়
লঘুভার, তুচ্ছ আর হীন কারণে।
তখন বিরতি নেয় যাবতীয় শুদ্ধতা
আর মেঘহীন জলভারে
ক্লেদাক্ত সমস্ত আয়োজন।
তুমি রচে যাও কাব্য তোমার,
খচিত হয় স্বকীয় জটিল নির্বাচনে
জটিল কাব্য গ্রন্থ-
আর বিদ্ধ হয় শরে যাবতীয় স্বপ্নেরা।
অনিমেষ দৃষ্টিতে নৈরাশ্যের দোলাচল,
তবু কৃত্রিম উষ্ণতায় আচ্ছাদিত হয়
গুরুভার, আরোপিত কষ্টেরা
আপাত আনন্দে মাতে
যেন শরাঘাতে বিদ্ধ শশক।
কখনও কোন এক নির্ঘুম রাত্রির প্রহরে
শপথ দৃপ্ত হয়, রচিত হয় অপ্রকাশিত প্রতিউত্তর,
প্রতিটি আঘাতের থাকে প্রতিঘাত,
প্রতিটি বাদের থাকে প্রতিবাদ
যদিও শব্দহীন তবু আন্দোলিত হয়
প্রতিটি দগ্ধ অন্তরে।
যদি সময় হয় অবকাশহীন,
প্রতিটি কথার চিঠি থাকুক
অলিখিত, অপ্রকাশিত, থাকুক নির্বাক,
থাকুক কেবলই গহীন বেদনায় সুপ্ত হৃদে।
প্রতিটি চিঠির উত্তর বর্ণহীন লিপিতে
লিপিবদ্ধ হয় নীরবে,
বিশ্বাস করো- তোমার প্রতিটি আঘাত
একেকটি অনবদ্য উত্তরে সাজে-
যদিও তা কেবলই অপ্রকাশিত।
প্রতিটি চিঠির জবাব আমি দেই
আমার মতো করে, আমার ভাষায়,
প্রতিটি ক্ষতের উপশমে
রচিত হয় ক্ষয়ের গুপ্ত পত্রাদি।
১৬/০৬/১৯